বিয়ের খরচ বাঁচিয়ে করোনা তহবিলে ৫০ হাজার টাকা দান

বিয়ের খরচ বাঁচিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের এক নবদম্পতি করোনা তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। 

কক্সবাজারে সুশীল সমাজ ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে গঠন করা হয়েছে করোনায় কর্মহীনদের সহায়তা কর্মসূচি তহবিল। 

এ বিষয়ে বর হেলাল উদ্দিন বলেছেন, ১২০০ অতিথিকে দাওয়াত দেয়া হয়েছিল আমাদের বিয়েতে। এছাড়া সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই খরচের অর্থ আমরা দান করে দিয়েছি।

এই তহবিলের অন্যতম উদ্যোক্তা ইমরুল কায়েস বলেন, নবদম্পতির কাছ থেকে তারা ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন। এটা খুবই উৎসাহব্যঞ্জক একটি ঘটনা।

প্রতিদিন ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তর থেকে অনুদান সংগ্রহ করছেন তারা। নবদম্পতির এ সহযোগিতার তাদের কাজকে আরো গতিশীল করবে বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //