দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

দিনাজপুরের বিরামপুরে বন্দুকযুদ্ধে ফেরদৌস ফাহিম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপির আওলাকুড়ি গ্রামের বাসিন্দা।  

সোমবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে বিরামপুর পৌর শহরের মিরপুর মোড় এলাকায় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান এবং তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, তিনটি চাকু উদ্ধার করেছে। 

নিহতের বিরুদ্ধে বীরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান বিরামপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

ওসি বলেন, ভারত থেকে ফেনসিডিল নিয়ে মাদক ব্যবসায়ীদের একটি দল মিরপুর গ্রাম হয়ে বিরামপুরে এসেছে। এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুর গ্রামে অভিযানে যায়। সেখানে পুলিশের মুখোমুখি হলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের গুলিতে এএসআই শাহজাহান, এএসআই নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার আহত হন।

তিনি আরো বলেন, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে বিরমাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান ওসি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //