মানিকগঞ্জের বিভিন্ন গ্রাম নিজ উদ্যোগে লকডাউন

মানিকগঞ্জের বিভিন্ন গ্রাম নিজ উদ্যোগে লকডাউন করেছে এলাকাবাসী। 

মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, ঘিওর উপজেলার জাবরা খানপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে লকডাউন করার খবর পাওয়া গেছে।  

তবে এসব স্থানে লকডাউনের ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে তাদের কোনো আলোচনা হয়নি বলে জানান তারা।

মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার ওপর বাঁশ ফেলে গাড়ি চলাচল বন্ধ রেখেছে তারা। পায়ে হাঁটা কিংবা মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহীর জন্য রাস্তার একপাশে একটু জায়গা ফাঁকা রাখা হয়েছে। সেখান দিয়ে যাতায়াত করার সময় গাড়িতে ও লোকজনকে দেয়া হচ্ছে জীবাণুনাশক ওষুধমিশ্রিত পানি।

এলাকার শিক্ষিত যুবকদের উদ্যোগে এই কাজটি করতে দেখা গেছে। করোনাভাইরাসের সংক্রমণরোধেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। 

ঘিওর উপজেলার জাবরাখান পাড়ার সড়কটি সম্পূর্ণভাবে বাঁশ বেঁধে আটকে দেয়া হয়েছে।

এদিকে জনস্বার্থে মানিকগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়কে বাঁশ ফেলে সড়ক আটকে রেখেছে পুলিশ। 

এলাকাবাসীর এইসব উদ্যোগকে স্বাগত জানালেও এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করা উচিত ছিল বলে জানান জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

গেল কয়েকদিনে মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামাতের এক পুরুষ ও এক নারী স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার পর সমগ্র সিংগাইর পৌর এলাকা ও করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সন্দেহে ঘিওর উপজেলার একটি গ্রামকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

এছাড়া সিংগাইরে আক্রান্ত তাবলিগ জামাতের ওই ব্যক্তির সংস্পর্শে আসা ২৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে ঢাকা থেকে আসা আইইডিসিআরের একটি প্রতিনিধি দল। 

সর্বশেষ গত সোমবার সকালে তাবলিগ জামাতের ৫৪ জনসহ ৫৭ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছে জেলা প্রশাসন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //