এমপি পীর মিসবাহর ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনাভাইরাসে কর্মহীন হয়ে হয়ে পড়ায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দুইশ কর্মহীন পরিবারে মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর উপজেলা) এমপি ও সংসদে বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত পিকআপযোগে ইউনিয়নের ৬টি ওয়ার্ডে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

ইউনিয়নে কর্মহীন পরিবারের তালিকা করে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১কেজি লবণ, আধা লিটার তেল গ্রামে গ্রামে পৌঁছে দেন। 

এ সময় খাদ্য সহায়তা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন কর্মহীন পরিবারের লোকজন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাক সাজ্জাদুর রহমান সাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক ও গৌরারং ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এরশাদ মিয়া, ইউনিয়ন জাতীয় পার্টির ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল মন্নান, জাতীয় পার্টির ৯নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান, জাতীয় পার্টির ৫নং ওয়ার্ড সভাপতি মইন উদ্দিন, জাতীয় পার্টির ৪নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি লিয়াকত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিন্নু, জাতীয় পার্টির সদস্য কামাল হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য পাভেল, আমজদ, মকবুল হোসেন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //