রাঙ্গামাটিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্কুল মাঠে কাঁচাবাজার

নভেল করোনাভাইরাসের কভিড-১৯ বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা কাঁচাবাজার ও কালিন্দীপুর কাঁচাবাজার আলফেসানী উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই স্কুল মাঠেই সামাজিক দূরত্ব বজায় রেখেই বেচাকেনা শুরু হয়েছে।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, স্থানান্তরের প্রথম দিনের কারণে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কিছুটা কম ছিলো।

বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, খোলা মাঠে হওয়ার কারণে এখানে নিরাপদে ও সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছে। যদি কাঁচাবাজারের সাথে মাছ বাজারও সংযুক্ত করা হয় তাহলে বাজার করতে আসা মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।

বাজার করতে আসা লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার সুবিধার্থে প্রশাসনের এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ বলেন, আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে এখানেই বাজার জমে উঠবে।

এদিকে সকালে বাজার পরিদর্শন করতে আসেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।

তিনি জানিয়েছেন, বনরুপা কাঁচাবাজারটি সরু হওয়ার কারণে সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছিলো না। তাই সরকারের নির্দেশনা মোতাবেক শহরের দুটি বাজারকে স্কুলের খোলা মাঠে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাকি বাজারগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //