ময়মনসিংহে বাড়ি বাড়ি গিয়ে বিধবা ভাতা প্রদান

করোনা ঝুঁকি এড়াতে ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে বিধবা ভাতা প্রদান করছেন ব্যাংক কর্মকর্তারা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে যোগীরডাংগুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৫ জন বিধবার হাতে মাসিক ১৫শ টাকা হারে নগদ টাকা তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে ইউনিয়নের ২৪১ জন বিধবার হাতে তাদের টাকা তুলে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার ইশতিয়াক আহম্মেদ, কৃষি ব্যাংকের ম্যানেজার মীর নুরুস শামশ প্রমুখ।

সুবিধা ভোগী পারভীন আক্তার ও হামিদা বেগম বলেন, যোগীরডাংগুরী গ্রাম থেকে গৌরীপুর শহরে গিয়ে বিধবা ভাতা তুলতে তাদের প্রত্যেকের প্রায় দুইশত টাকা খরচ হতো। এখন বাড়িতে বসেই টাকা পাচ্ছেন। করোনা দুর্যোগে ৩ হাজার টাকা হাতে পেয়ে খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন বাড়িতে বসে হাতে টাকা পাওয়ার জন্য।

সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৪১ জন বিধবা ভাত পান। সকলে অটো দিয়ে প্রত্যেক মাসে গিয়ে গৌরীপুরে ব্যাংক থেকে বিধবা ভাতার টাকা উত্তোলন করত। করোনা দুর্যোগের আশংকার কথা চিন্তা করে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যাংক কর্মকর্তাদের এলাকায় আমন্ত্রণ জানিয়ে বিধবা ভাতা প্রদান করছেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক গৌরীপুর শাখার ম্যানেজার মীর নুরুস শামশ বলেন, করোনা প্রতিরোধে চেয়ারম্যানের সাথে সমন্বয় করে প্রথমে তারা সহনাটি ইউনিয়নে বিধবা ভাতা প্রদানের কাজ শুরু করেছেন। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততোদিন পর্যন্ত সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে সেবা দিবেন।

উপজেলা সমাজসেবা অফিসার ইশতিয়াক আহম্মেদ জানান, করোনা প্রতিরোধে আমরা চিন্তা ভাবনা করছি, সকল সরকারী ভাতা মানুষের বাড়িতে পৌঁছে দিতে। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে তেমনি করোনা প্রতিরোধও সম্ভব হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //