চৌগাছা পৌর শহর লকডাউন

এক নারী ও স্কুলছাত্রের শরীরে করোনা শনাক্ত হওয়ায় যশোরের চৌগাছ পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে।

আক্রান্ত ওই স্কুলছাত্র শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আক্রান্ত নারী শহরের ডাক্তার আনিছুজ্জামান নাহার ডায়াবেটিক সেন্টারের কর্মী। তিনি শহরের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে স্কুল ছাত্রের ডায়রিয়া ও জ্বর ছিল। আর ওই নারীর জ্বর ও গলাব্যথা ছিল। তারা পরীক্ষা করাতে না চাইলেও তাদের নমুনা জোর করেই মঙ্গলবার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। তাদের নমুনা পজিটিভ হওয়ায় দুটি পারিবারের ৮ সদস্য এবং করোনার লক্ষণ থাকায় অন্য আরো ৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত পৌর এলাকা লকডাউন থাকবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //