চুয়াডাঙ্গায় জ্বর-ঠান্ডা-কাশিতে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে জ্বর, ঠান্ডা ও কাশিতে সাবিনা খাতুন ছবি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার উথলী গ্রামের নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।

স্থানীয়দের একজন জানায়, কয়েকদিন থেকে ঠান্ডা, কাশি জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন সাবিনা খাতুন। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার আরো অবনতি ঘটে। রাতেই তিনি নিজ বাড়িতেই মারা যান।

খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ চারজনের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে করোনা সন্দেহে নিহতের শরীরের নমুনা সংগ্রহ করা হয়। আজই তা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে পাঠানো হবে বলে জানায় মেডিকেল টিম।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, করোনা সংক্রমণ সন্দেহে নিহতের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে নিহতের সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা  হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //