ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে র‌্যাব-৫ অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রুহুল আমিন (৫৮) নামে এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় জেলার  পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকা হতে উল্লেখিত মালামাল আটক করা হয়।

র‌্যাব-৫ জানায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশনাল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এছাড়াও মাদকদ্রব্য বিক্রির নগদ ২৬ হাজার ১৯০ টাকা, একটি মোবাইল সেট জব্দ করা হয়। এ সময় র‌্যাব মাদক ব্যবসায়ী রুহুল আমিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুহুল আমিন পীরগন্জ উপজেলার জনগাঁও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবত মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //