সুনামগঞ্জে সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ১৩

সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের ১৩ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটককৃতরা হল- মাহমুদুল হাসান, মুসাব্বির, রাসেল, হোসেন, সাকিব, খোরশেদআলী, ডালিম, মজিবুর, খছরুল, কাশেম, লোকমান, আব্দুস ছালাম, মোকাবির।

বুধবার (২৯ এপ্রিল) সকাল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের সকালে ঘটনা ঘটে।  

পুলিশ  ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলী গ্রুপ গ্রামে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য জয়নাল মিয়ার গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে জয়লান মিয়ার ধানের খলায় আগুন লাগায় কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, হাফিজ উদ্দিন, আজগর আলী ও শাহাজ উদ্দিনের লোকজন। এ নিয়ে বুধবার সকাল কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলীর সাথে কথা কাটাটির এক পর্যায়ে জয়নাল মিয়াকে খলায় মারধর করার পর জয়লান মিয়ার লোকজন খবর পেয়ে আজগর আলী গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে জয়নাল মিয়া লোকজনকে গুরুত্বর আহত করে।

খবর পয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১৩ জনকে আটক করা হয়।

গুরুত্বর আহতরা হল- আবুল বাসার(১৮), সামছুল ইসলাম (৪০), খছরুল মিয়া (২৫) টিটন মিয়া (২০), শফিকুল ইসলাম (১৭), হাবিবুর মিয়া (৪০), এরশাদ মিয়া (৩০), শাফিনুর মিয়া (৪০), রুমেনা বেগম (৩০) স্বপন মিয়া(২৫), মোছাব্বির মিয়া (১৭), ডালিম মিয়া (২৮), আব্দুস ছালাম (২৪), হাবিবুর (৩৫), রোমেনা বেগম (৪০), রাহুল (২০), জনি (২৬) আলী নেওয়াজ, হযরত আলী, আজগর আলী, জিয়াউর রহমান, মুন্না (২৭) হেনরা বেগমসহ (৩৮) অর্ধশতাধিক গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জনকে রের্ফাড করা হয়েছে।


তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে- মুন্না (২৮), জিয়াউর(৩৫), আব্দুল্লাহ (২৭), মকবুলহোসেন (২৬), সামাল (২৭), বিল্লাল(২৭), রোমানা (৪৫), জয়নব বেগমসহ (৩৭) ১১ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তাহিরপুর থানার অফির্সাস ইনচার্জ আতিকুর রহমান এই ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //