কেরানীগঞ্জে জামায়াত নেতার বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণে নিহত ১

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকার একটি বাড়ির চারতলায় ‘বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ বছরের এক শিশু নিহত ও আহত হয়েছেন দুই নারীসহ আরো ১১ জন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের প্রায় ২৫টি বাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, বাড়িটি জামায়াত নেতা হাজী আবুল হোসেনের। ছয়মাস আগে  নারায়ণগঞ্জ জেলার ডিবি পুলিশ তার বাড়ি থেকে তিন শিবির কর্মীকে আটক করেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাড়ির চারতলায় ১০/১২ জন শিবিরকর্মী থাকতেন। ভোর ৪টার দিকে বিস্ফোরণের পরপরই বাড়ির মালিক আবুল হোসেন ও শিবির কর্মীরা পালিয়ে গেছেন। 

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, এটি বোমা বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না করে বলা যাবে না। আহতদের মধ্যে এক শিশু মারা গেছে। নারীসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি তদন্ত করে জানানো হবে।

এলাকাবাসীর দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রুমের আসবাবপত্র আগুনে পুড়ে যেত। তাছাড়া রুমের গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। বোমা বিস্ফোরণ না হলে আশপাশের ২৫টি বাড়ির ক্ষতি হতো না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //