সিরাজগঞ্জে বাস শ্রমিকদের অবরোধ

খাদ্য সহায়তা ও বাস চলাচলের দাবিতে সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। দেড় ঘণ্টা পর শ্রমিক নেতারা এসে সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

জানা যায়, প্রায় দেড় মাস যাবত বাস চলাচল বন্ধ থাকায় সিরাজগঞ্জের অধিকাংশ বাস শ্রমিক অর্ধাহারে দিন কাটাচ্ছে। বিষয়টি নিয়ে সাধারণ শ্রমিকরা বার বার নেতাদের কাছে গেলেও তাদের পক্ষ থেকে কোন সহায়তা পায়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনালের সামনে সাধারণ শ্রমিকরা খাদ্য সহায়তা ও বাস চলাচলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যানসহ যানবাহন আটকা পড়ে।

পুলিশ এসে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। পরে সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক আনছার আলী এসে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //