সুবর্ণচরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

নোয়াখালীর সুবর্ণচরে ব্যবসায় প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১৪ প্রতিষ্ঠানকে ৮২৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবাজার, আক্তার মিয়ার হাট, হারিছ চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আক্তার মিয়ার হাটের জামাল স্টোরকে নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত ১৪টি দোকানকে মোট ৮২৮০০ টাকা জরিমানা করে।

উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) আরিফুর রহমান এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চলমান অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সার্বক্ষণিক মনিটরিং এ আছেন।

সাধারণ জনগণকে পণ্যের মেয়াদ দেখে মালামাল ক্রয় করার জন্য অনুরোধ জানান এবং সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //