বালিয়াডাঙ্গা গুচ্ছগ্রামে খাদ্যশস্য বিতরণ

বৈশ্বিক সমস্যা করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জরুরি খাদ্যশস্য বিতরণ অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে দিন মজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গসহ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কোচলাপাড়া গুচ্ছগ্রামের ২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, মিষ্টি কুমড়া, আধা কেজি মুড়ি তুলে দেয়া হয়।

এ সব সামগ্রী তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //