নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে একটি ৬ তলা বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। ওই সময় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এতে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই ভাই মাসনুন (৮) ও জিসান (১২) এবং অন্তঃসত্ত্বা লাবনী (২৮)। বাকি আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বন্দরের মোল্লাবাড়ি এলাকায় ৫ তলা ভবন রাবেয়া মঞ্জিলের নীচতলার একটি কক্ষে সেফটি ট্যাংকটি অবস্থিত। সবাই যখন ঘুমিয়ে ছিল তখনই সকাল ৬টার দিকে বিকট শব্দে সেফটি ট্যাংকে বিস্ফোরণ ঘটলে কক্ষটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই সহোদর মাসনুন ও জিসান। 

তিনি আরো জানান, ট্যাংক বিস্ফোরণের বিকট শব্দে রাবেয়া মঞ্জিলের পাশের একটি চারতলা ভবনের চারতলার একটি দেয়াল পাশ্ববর্তী একটি টিনশেড ভবনের ওপর পড়লে সেখানে অন্তসত্ত্বা নারী লাবনী গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় লাবনীর মেয়ে নাবিলাও গুরুতর আহত হয়। এ বিস্ফোরণে আহত হয় পার্শ্ববর্তী ভবনের মালিক ও তার এক ছেলে এক মেয়েসহ মোট ৫ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //