আরিচা-পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির সারি।

শনিবার (২৩ মে) সকাল থেকেই পাটুরিয়া ও আরিচা ঘাটে দেখা গেছে এমন চিত্র।

ভিড় বাড়লেও যাত্রী বা পণ্যবাহী ট্রাক পারাপারে ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান।

তিনি বলেন, এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ১৫টি প্রস্তুত আছে। বর্তমানে আটটি ফেরি চলাচল করছে।

স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার অনুমতি দেয়া হলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ দিয়ে গাদাগাদি করেই ফিরতে দেখা গেছে ঘরমুখী মানুষদের।

ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়াভাবে চলছে যানবাহন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা বলেন, ফেরি সার্ভিস স্বাভাবিক আছে। বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //