করোনাভাইরাস

সুনামগঞ্জে ১৬ র‍্যাব সদস্যসহ নতুন শনাক্ত ২১

সুনামগঞ্জে নতুন করে ১৬ জন র‌্যাব সদস্যসহ ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা ১৬৫ জন।

রবিবার (৩১ মে) সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১ জনের করোনা শনাক্ত হয়।

জানা যায়, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত ১৬৫ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ২১ জন ও র‌্যাবের সদস্য রয়েছেন ১৭ জন। রবিবার নতুন আক্রান্ত হওয়া ২১ জনের মধ্যে ১৬ জনই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্য। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে ১৬ জন র‌্যাব সদস্যসহ ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি।

গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন। এখন পর্যন্ত করোনায় সুনামগঞ্জে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //