বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের মানববন্ধন

মহামারি করোনা দুর্যোগের সময় বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি। 

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন তারা।

বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সনমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সদস্য ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিষ্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাসদের মার্সবাদী জেলা সমন্বয়ক সাইদুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, করোনার মহামারিকালে বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক। অন্যায়ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা বলেন, বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। এটা করোনায় বিপর্যস্থ মানুষের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বক্তারা আরো বলেন, এমন অযৌক্তিক বাস ভাড়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর তা না হলে জনগণের বিক্ষোভের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না।  ট্রাম্পের মতো শক্তিশালী প্রেসিডেন্ট জনগণের বিক্ষোভের মুখে সামনে আসার সাহস পায়নি। তেমনিভাবে বাংলাদেশের মানুষ বিক্ষোভ করলে আপনারাও টিকে থাকতে পারবেন না।

এদিকে একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করে তারা।

ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি সম্পা দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একে আজাদ, বিএম কলেজ সভাপতি কিশোর কুমার বালা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //