বান্দরবানের জেলা প্রশাসক করোনা আক্রান্ত

বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক ও শহরে বেসরকারি হাসপাতালের এক চিকিৎসা কর্মকতা কভিড-১৯ পজেটিভ আসে। 

তিনি বলেন, জেলা প্রশাসক আপাতত তার বাসভবনে রয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তার নমুনা দিয়ে চট্টগ্রাম শহরে চলে যায়।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে ও এ পর্যন্ত মারা গেছেন একজন। 

এদিকে পার্বত্য এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া সদর উপজেলা পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার দুপুর থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’। 

অবরুদ্ধ এ দুটি এলাকায় জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন বন্ধ রয়েছে। এছাড়া শহর থেকে কোনো উপজেলায় ছেড়ে যাচ্ছে না যানবাহন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন জানান, প্রশাসনের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //