বরগুনায় ৬০০ পিস ইয়াবাসহ নারী আটক

বরগুনার আমতলী পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে ইয়াবাসহ হেলেনা বেগম (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার বড়বিগাই ইউনিয়নের তিতকাটা গ্রামের বাছের লাহেড়ীর কন্যা হেলেনা বেগম দীর্ঘদিন ধরে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করে আসছিল। শনিবার সকালে এমভি সুন্দরবন-৭ লঞ্চে ঢাকা থেকে ইয়াবা নিয়ে আমতলী লঞ্চঘাটে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি শাহ আলম হাওলাদারের নেতৃত্বে পুলিশ লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রেতা হেলেনা বেগম লঞ্চ থেকে ঘাটে নামলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেপার্দ করেছে। আদালতের বিচারক সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

স্থানীয়রা জানায়, বাছের লাহেড়ীর পাঁচ কন্যা রয়েছে। পাঁচ কন্যার সবাই ইয়াবা বিক্রিসহ নানাবিধ অপকর্মে জড়িত। তাদের অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ।

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, ৬০০ পিস ইয়াবাসহ বিক্রেতা হেলেনা বেগমকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //