খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ বসবাস, বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের প্রাণহানির শঙ্কাও রয়েছে।

এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে বেড়েছে মাইনী ও চেঙ্গী নদীর পানি। বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবিত হবে নিমাঞ্চল। পাহাড় ধস মোকাবেলা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন। এছাড়া ঝুঁকি এড়াতে মাইকিং করবে জেলা প্রশাসন।
 
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, খাগড়াছড়ির জেলা সদরের শালবাগান, কদমতলী, কুমিল্লা, মোল্লাপাড়া, সবুজবাগসহ বেশ কিছু এলাকায় স্থানীয়রা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এছাড়া জেলার মাটিরাঙা, দীঘিনালা, রামগড়, লক্ষীছড়ি এবং মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাস করছে স্থানীয়রা।

মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসরত বেশ কয়েকজন বাসিন্দা জানান, এখানে আমরা বছরের পর বছর বসবাস করছি। অন্য কোথাও আমাদের থাকার জায়গা নেই।

পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও পাহাড় ধস রোধে নেই কোন স্থায়ী ঠেকসই ব্যবস্থাপনা বা পরিকল্পনা। ফলে প্রতিবছরই পাহাড় ধস বা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। পাহাড় কর্তন করে পাদদেশে কিংবা পাহাড়ের উপর বসবাসরতদের বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। বিকল্প উপায় না পেয়ে বছরের পর বছর তারা এখানে বসবাস করছে। অনেকটা মৃত্যু ঝুঁকি জেনেও বাধ্য হয়ে এখানে তারা বসবাস করছে। প্রতি বছর বর্ষা আসলে পাহাড়ে বসবাসরতদের মাঝে আতংক বাড়ে।


খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী জানান, প্রতিবছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড় ধসে পড়ার আশংকা রয়েছে। খাগড়াছড়িতে সরকারিভাবে পাহাড় কেটে উন্নয়নের প্রবণতা বেশি। এতে বিভিন্ন জায়গায় কর্তনকৃত পাহাড় ধসে পরবে।

দীঘিনালা ১ম শ্রেণির আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষণ ধর্মজ্যোতি চাকমা জানান, ২১ জুন পর্যন্ত পাহাড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল্লাহ মারুফ জানান, পাহাড় ধস মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। বর্ষায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের জন্য আশ্রয় খোলা হয়েছে। পর্যাপ্ত ত্রাণের প্রস্তুতি রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //