পুত্রবধূর নির্যাতনে বাড়ি থেকে বেরিয়ে গাছতলায় বৃদ্ধ দম্পতি

নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূর নির্যাতনে বাড়ি থেকে বেরিয়ে গাছতলায় অবস্থান নিয়েছেন বৃদ্ধ খোরশেদ আলী (৯০) ও তার স্ত্রী আয়শা খাতুন (৭৫)। তাদের বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামে। 

ওই গ্রামের প্রতিবেশি আকরামসহ অনেকে জানান, বৃদ্ধ দম্পতি একটি ছাপরা ঘরে থাকেন। সেই ঘরটি ঝড়ে ভেঙে গেছে। জোড়াতালি দিয়ে ওই ঘরেই থাকেন তারা। বয়ঃবৃদ্ধ হওয়ার কারণে ছেলে বাহারের স্ত্রী তাদের ভালো চোখে দেখে না। মাঝেমধ্যেই মারধর করে। খেয়ে না খেয়ে দুঃখ কষ্টে চলছে তাদের জীবন। বাড়িটুকু ছাড়া তাদের কোনো সহায়সম্পত্তিও নেই।

জানা যায়, বৃদ্ধ দম্পতির তিন ছেলে দুই মেয়ে। ছেলেমেয়েদের বিয়ে হয়ে গেছে। নাতিপুতিও হয়েছে। 

বৃদ্ধ খোরশেদ জানান, বয়স্কভাতা ছাড়া জীবনে কোনো সাহায্য সহযোগিতা পাননি। এমনকি এই করোনাকালেও কোনো স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেও কেউ খোঁজ নেয়নি। 

সোমবার দুপুরে গুরুদাসপুর থানায় আসার পথে তাদের কাছে থাকা ৪শ’ টাকা নিয়ে পালিয়ে গেছে এক ভ্যানচালক। তাদের কান্নাকাটি দেখে চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাবু মোল্লা তাদের থানায় নিয়ে আসেন। 

গুরুদাসপুর থানার ওসি মো: মোজাহারুল ইসলাম বলেন, অভিযুক্ত পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গুরুদাসপুর ইউএনও মো: তমাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, জেনে ব্যবস্থা নেবো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //