যবিপ্রবি ল্যাবে ৭৮ জনের করোনা শনাক্ত

যশোর জেলার ১০৪ নমুনা পরীক্ষায় ৩১ জনের কভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার এই তথ্য প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, যশোর ছাড়াও মাগুরা জেলার ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, ঝিনাইদহ জেলার ২৮ নমুনা পরীক্ষায় ১০ জন, বাগেরহাট জেলার ২৯ নমুনা পরীক্ষায় ৭ জন ও সাতক্ষীরা জেলার ৬৫ নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সবমিলিয়ে ৫ জেলার ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাকি ১৯৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, করোনা পরীক্ষার ফলাফলের কপি ৫ জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, ফলাফলের কপি পেয়েছি।

যশোরে শনাক্ত ৩১ জনের মধ্যে কোন উপজেলায় কতো জন রয়েছেন তা বাচাই করা হচ্ছে। এর মধ্যে নতুন- পুরাতন রোগীর ফলাফল আলাদা করা হচ্ছে। নতুন করে কেউ সুস্থ হয়েছেন কিনা তাও মেলানোর কাজ চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //