ফেনীতে একদিনে রেকর্ড ৭৮ জনের করোনা শনাক্ত

ফেনীতে ৮ পুলিশ সদস্যসহ একদিনে ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এটিই করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৪৯ জনে। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়সূত্রে এ তথ্য জানা গেছে। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৯২টি নমুনা পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে ৮০ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৩১ জন, দাগনভুঞার ২০ জন, সোনাগাজীতে ১২ জন, ছাগলনাইয়ায় ১০ জন, ফুলগাজী ও পরশুরামে ২ জন করে এবং অন্যান্য ১ জন রয়েছেন। এছাড়া আগে শনাক্ত ব্যক্তিদের মধ্যে পুনরায় নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজেটিভ এসেছে।

দাগনভূঞা উপজেলায় শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে পৌরসভায় ১১ জন, রামনগর ৪ জন, জায়লস্করে ৩ জন, পূর্বচন্দ্রপুর ও সদর ইউনিয়নে ১ জন। এদের মধ্যে চারজনই পুলিশ সদস্য।

সোনাগাজী উপজেলায় উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুরে। তিনজন পুলিশ কর্মকর্তার একজন সোনাগাজী সার্কেলের ওসি, মডেল থানার দুইজন সাব-ইন্সপেক্টর। একজন ব্যাংক কর্মকর্তা ও একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী। এছাড়া দুইজন মতিগঞ্জ, দুইজন বগাদানা, একজন তুলাতুলী, একজন নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার বাসিন্দা।

ছাগলনাইয়ায় ১০ জনের মধ্যে দুইজন মটুয়া, বাকিদের বাড়ি পশ্চিম ছাগলনাইয়া, দক্ষিন কুহুমা, বাংলাবাজার, বাঁশপাড়া, দক্ষিণ সতের, পূর্ব ছাগলনাইয়া, পূর্ব বাথানীয়ায়। অপর একজন ফুলগাজী থেকে এসে নমুনা দিয়ে পজেটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শকও রয়েছেন। 

পরশুরাম উপজেলায় দুইজনের বাড়ি পৌরসভার কোলাপাড়া ও চিথলিয়া ইউনিয়নে। কোলাপাড়ার বাসিন্দা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

ফুলগাজী উপজেলায় একজন পুলিশের সাব-ইন্সপেক্টর। অপরজন দরবারপুর ইউনিয়নের বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তে সংখ্যা ৭৪৯। 

স্বাস্থ্য বিভাগ জানায়, আজ পর্যন্ত ৪ হাজার ৬৫২ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ পরীক্ষাগারে প্রেরণ করা হলে ৩ হাজার ৭৬১ জনের প্রতিবেদন আসে। হাসপাতালের আইসোলেশনে ৩৬ জন চিকিৎসাধীন। অন্যত্র স্থানান্তর করা হয়েছে ১৭ জন। ৮১ জন নতুন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৪ জন। মারা গেছেন ১৫ জন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //