যশোরে একদিনে ৬২ করোনা রোগী শনাক্ত

কভিড-১৯ নভেল করোনাভাইরাস পরিস্থিতি শুরু থেকেই যশোরে অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬২ জনের করোনা শনাক্তের মধ্যে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭শ' ছাড়িয়েছে। ভয়ঙ্কর করোনা পরিস্থিতি যশোরবাসী রীতিমতো আতংকগ্রস্ত।

যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, জেলার ২৪১ নমুনা পরীক্ষায়  ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার (২ জুলাই) ফলাফল প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্তৃপক্ষ। শনাক্তের মধ্যে নতুন আক্রান্তের তালিকায় রয়েছেন ৬০ জন। এর মধ্যে যশোর জেলার ৫৯ জনের মধ্যে একজনের হদিস পাওয়া যায়নি। আরেক জনের ফলাফল মাগুরা জেলায় হস্তান্তর করা হয়েছে। কারণ তিনি মাগুরার রোগী বলে জানা গেছে।

এছাড়া ২ জন পুরাতন রোগীর নমুনা পরীক্ষার ফলাফল ফলোআপ পজিটিভ এসেছে। ডা. রেহেনেওয়াজ আরো জানান, কোন উপজেলায় কতো জন শনাক্ত হয়েছেন ফলাফল বাচাইয়ের কাজ চলছে। দুপুরের পর বিস্তারিত জানা যাবে।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, জিনোম সেন্টারে যশোর জেলার ৬২ জন ছাড়াও মাগুরা জেলার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে কভিডের জীবাণু পাওয়া গেছে।  সবমিলিয়ে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা পজিটিভ এবং ২০৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন জানান, একদিনে ৬২ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি সর্বোচ্চ । এর আগে একদিনে এতো করোনা রোগী শনাক্ত হয়নি।

জনসচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে সিভিল সার্জন বলেন, সচেতনতা ছাড়া নিজে, পরিবার ও সমাজকে রক্ষা করার আর কোনও উপায় নেই। যশোরে সামাজিকভাবে করোনা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত  যশোর জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০৮ জন। আর ১৩ জনের মৃত্যু হয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //