সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ ৭১ জনের করোনা শনাক্ত

সিরাজগঞ্জ জেলায় একদিনে নতুন সর্বোচ্চ ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তর সংখ্যা দাঁড়ালো  ৬০০। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকাল অফিসার ডা. সৌমিত্র বসাক এই সকল তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৭১ জনের রিপোর্ট পজেটিভ। এদের মধ্যে ১ জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলার নতুন ৭০ জন করোনা রোগীর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ২৬ জন, শাহজাদপুর উপজেলার ২১ জন, উল্লাপাড়া উপজেলার ১৩ জন ও বেলকুচি উপজেলার ১০ জন বাসিন্দা। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ অফিসার মো: হুমায়ন কবীর জানিয়েছেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৫৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে অন্য জেলার (বহিরাগত) রোগীদের ছাড়া সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০০ জন।

এদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ২০১ জন, বেলকুচি  উপজেলার ১৩৫ জন, শাহজাদপুর উপজেলা  ৮৬ জন, উল্লাপাড়া উপজেলার ৪৪ জন, রায়গঞ্জ উপজেলার ৩৭ জন, কাজিপুর উপজেলার ৩৬ জন, চৌহালী উপজেলার ৩২ জন, কামারখন্দ উপজেলায় ১৭ জন ও তাড়াশ উপজেলার ১২ জন শনাক্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //