বরিশালে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর ফারুকের (৫১) মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি বরিশালের পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামের বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এসআই মীর ফারুক জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

গত ৫ জুলাই তিনি করোনায় আক্রান্ত শনাক্ত হন। ওই দিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //