বিপদসীমার ওপরে গাইবান্ধার ৩ নদীর পানি

ব্রহ্মপুত্র নদসহ তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। তবে কয়েকদিন করতোয়া নদীর পানি বাড়ার পর কমতে শুরু করলেও আজ থেকে তা আবার বাড়তে শুরু করেছে। 

রবিবার (১২ জুলাই) বিকাল ৩টায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার, তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপসীমার ২ সেন্টিমিটার পর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে করতোয়া নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। 

নদ-নদীগুলোতে পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র নদসহ তিস্তা ও ঘাঘট নদী তীরবর্তী চার উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতভিটা, ফসলি জমি। ফলে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পানিবন্দি এসব মানুষ এ বছরের দ্বিতীয় দফার বন্যায় চরম ভোগান্তি ও কষ্টের শিকার হচ্ছেন। এদিকে নদীভাঙনে বিলীন হচ্ছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকা। 

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, গাইবান্ধার নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ভাঙনকবলিত এলাকাগুলোয় ভাঙনরোধে চেষ্টা চালানো হচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //