নাটোরে গর্ভবতী মায়েদের জন্যে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দুই শতাধিক অসহায় গর্ভবতী মায়েদের মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দিয়েছে সেনাবাহিনী। 

বুধবার (১৩ জুলাই) নাটোর টেক্সটাইল ইন্সটিটিউটে ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোস্তফা আরিফ-উর- রহমান খান।

সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন কাদিরাবাদ সেনানিবাসের সিএমএইচ এর গাইনী বিশেষজ্ঞ মেজর উম্মে শাকিলা খান। 

মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তাহমিনা আক্তার, ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের মেজর কামরুল ইসলাম এবং ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নওশীন সালসাবিল শামিরা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //