সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৬০ জনে

সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে ১১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬০ জনে। 

শুক্রবার (১৭ জুলাই) রাতের রিপোর্ট অনুযায়ী জেলায় আরো ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদরে ৬, ছাতক উপজেলায় ৪, দিরাই উপজেলায় ১জন রয়েছেন। আর জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১১জন।

সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।   

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলায় করোনা আক্রান্ত ১২৬০জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৬২৪৮ জন। 

এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১৮ জন। আর মৃত্যু হয়েছে  ১১জনের।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় আরও ১১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। 

তিনি আরো জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮টি করোনা টেস্টে সুনামগঞ্জের ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //