যবিপ্রবির ল্যাবে ৮১ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৭৯টি নমুনা পরীক্ষার পর ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোরের ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের, মাগুরার ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের, সাতক্ষীরার ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ও বাগেরহাটের ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের নমুনাতে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //