শরীয়তপুরে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি

বন্যার পানি কিছুটা কমলেও শরীয়তপুর জেলায় এখনো দুর্ভোগ কমেনি বন্যাকবলিত মানুষের। প্রচণ্ড স্রোতের কারণে বেশিরভাগ নদীর বাঁধ ভেঙে গেছে। তবে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

ইতোমধ্যে নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের দুইটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে অন্তত ৮০টি বাড়িঘর সরিয়ে নেয়া হয়েছে। দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে জেলার বন্যায় ভাঙন কবলিত মানুষ। ঈদের আনন্দ তো দূরের কথা, একবেলা খাবার জুটলেও পরের বেলায় খাবার জুটছে না তাদের। অর্ধাহারে-অনাহারে দিন কাটছে বন্যা কবলিত মানুষদের।

সরকারি ত্রাণ-সামগ্রী দিলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। শরীয়তপুর জেলায় এখনো পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ।

জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আহসান হাবীব জানান, শরীয়তপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে নদীতে বেড়েছে পানির স্রোত। এখনো চার উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় দুই লাখের বেশি মানুষ পানিবন্দি।

পদ্মা নদীর পানি কিছুটা কমলেও প্লাবিত এলাকাগুলোর পানি তেমন কমেনি। পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বানভাসি মানুষ। ইতোমধ্যে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত মানুষের মাঝে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //