ঠাকুরগাঁওয়ে তিন চিকিৎসকসহ ১০ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিশু কনসালটেন্ট এবং রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ নতুন করে আরো সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার এসব তথ্য জনান। 

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে সর্বশেষ রির্পোট অনুযায়ী,  ঠাকুরগাঁও জেলায় গতকাল পর্যন্ত নতুন করে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার ছয়জন ও রাণীশংকৈল উপজেলার একজন। 

নতুন শনাক্তদের মধ্যে তিন চিবিৎসক হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজি চপল (৫৪) ও সিনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ (৪০) এবং রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মনিম (২৯)।

এ পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫২ জন। এদের মধ্যে ২৯১ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে নয়জনের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //