ঠাকুরগাঁওয়ে আরো ২১ জন করোনা আক্রান্ত

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাসহ আরো ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় নতুন করে আক্রান্তরা হলেন- উপজেলায় সদর হাসপাতালের করোনা পজেটিভ চিকিৎসকের তিন স্বজন, ডিসি অফিসের দুইজন স্টাফ, জজ কোর্টের ৩৯ বছরের এক স্টাফ, সোনালী ব্যাংকের ৫৮ বছরের এক কর্মকর্তা ও তার স্ত্রী, হাজীপাড়ায় ২৪ বছরের এক নারী ও রায়পুর ইউনিয়নে ৭০ বছরের এক নারীসহ ১০ জন।

এছাড়া বালিয়াডাঙ্গীতে দুইজন, পীরগঞ্জে তিনজন, রাণীশংকৈলে পাঁচজন ও হরিপুরে একজন।

এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১৭ জনে। এদের মধ্যে ৩০৬ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।

গত ১১ এপ্রিল জেলায় প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে হরিপুর উপজেলায় দুইজন ও পীরগঞ্জ উপজেলায় একজন ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //