যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতনে গুরুতর আহত ওই গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, মাদারগঞ্জ উপজেলার কৃষ্ণপুর মদন গোপাল গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হাফেজ আব্দুল হালিম উদ্দিনের সাথে ১২ বছর আগে তার বিয়ে হয়। হালিম স্থানীয় আল হেরা নুরানী মডেল মাদ্রাসার শিক্ষক। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। 

তিনি বলেন, সম্প্রতি আব্দুল হালিম তিন লাখ টাকা যৌতুক দাবি করে তার কাছে। যৌতুক দিতে অস্বীকার করায় তার উপর কারণে-অকারণে মারধর চলে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আঞ্জুয়ারাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে হালিম। শ্বশুর-শাশুরিসহ বাড়ির লোকজন নিরব থাকায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ওই গৃহবধুকে। 

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে হাসপাতালে ওই গৃবধুকে দেখতে যান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নির্যাতনকারী স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //