যশোরে আরো ৯৯ জনের করোনা শনাক্ত

যশোরে আরো ৯৯ জনের করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

আজ শনিবার (২২ আগস্ট) জেলায় এই ফলাফল ঘোষণা করা হয়। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, গতকাল শুক্রবার ল্যাবে যশোর জেলার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৯টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা রেহেনেওয়াজ জানান, জেলায় ২২৯টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত এই ৯৯ জন পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, কেশবপুরে ১৩ জন, অভয়নগরে পাঁচজন, চৌগাছায় পাঁচজন, মনিরামপুর নয়জন, শার্শা ছয়জন, ঝিকরগাছায় ১২ জন রয়েছেন।

এ নিয়ে যশোর জেলায় দুই হাজার ৭৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে এক হাজার ৬৩২ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ৩৬ জন। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //