ধুনটে ভিক্ষুক পুনর্বাসনে দোকানঘর ও ছাগল বিতরণ

বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পাঁচজন ভিক্ষুককে দোকানঘর ও ২১ জন ভিক্ষুকের মাঝে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে দোকানঘরের চাবি হস্তান্তর ও ছাগল বিতরণ করেন।

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, ধুনট থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, গোপালনগর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //