পাবনায় দুই সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

পাবনার সাঁথিয়া পৌরসভা বাস্তবায়নে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ২ কোটি টাকার বরাদ্দে দুটি সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি  শামসুল হক টুকু এমপি। 

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় এ সড়ক দুটি উদ্বোধন করেন তিনি।

জানা যায়, বহু প্রতীক্ষার পর অবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে গুরুত্ব পূর্ণ নগর অবকাঠামো  উন্নয়ন প্রকল্প ( ২য় পর্যায়) এর আওতায় স্কীম বাস্তবায়নের লক্ষে পাবনার সাঁথিয়া পৌরসভায় ৯৪ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে কালিবাড়ি হতে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে আজহার আফছার রাস্তা পর্যন্ত ও ৭০ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় হতে চক-কোনাবাড়িয়া কাউন্সিলর আব্দুল হাই এর বাড়ি পর্যন্ত আর সিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। 

বহুদিন ধরে অবহেলিত এ সড়ক দুটি নির্মিত হচ্ছে জেনে পৌর মেয়রসহ স্থানীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌরবাসী। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান আলী খাঁন, রবিউল করিম হিরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শীলা, সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিক, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //