মাগুরায় ১০ হ্যাকার গ্রেফতার

মাগুরা শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ফেসবুক হ্যাক এবং বিকাশ প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয়টি ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল সেট, সাতটি হার্ডডিস্ক ও একটি ইন্টারনেট মডেম।

গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে প্রথমে চরচৌগাছি গ্রাম থেকে প্রতারক চক্রের দলনেতা ওই গ্রামের চাঁদ আলী শেখের ছেলে মোহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। 

পরে মোহিদুলের স্বীকারোক্তিতে তার ভাই জাহিদুল ইসলাম, প্রতিবেশী আকিদুল শেখের ছেলে সবুজ শেখ (১৬), আজিজ শেখের ছেলে মিজানুর রহমান (১৮), ফজলে বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২৫), আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (১৬), আখিল উদ্দিনের ছেলে জয় মাহমুদ (২২),মাগুরা সদরের কালিনগর কছুন্দি গ্রামের বকুল মোল্লার ছেলে শান্ত মোল্লা (১৬), রাজবাড়ী জেলার কালুখালীর বিল সুন্দরপুর গ্রামের রব মোল্লার ছেলে সজিব হোসেন (১৮) ও বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়ার মোকছেদ আলী মন্ডলের ছেলে আলমগীর হোসেনকে (১৮) গ্রেফতার করা হয়। 

পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে গ্রেফতারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন মানুষের ফেসবুক আইডি হ্যাকসহ বিকাশ কোম্পানির গ্রাহকের টাকা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। 

তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //