বগুড়ায় করোনায় আরো ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৬ জনে দাঁড়ালো।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য দফতরের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম।

তিনি বলেন, জেলায় নতুন আরো ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.২২ শতাংশ। এনিয়ে জেলায় ৬ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হলো। একই সময়ে ৭৮ জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে।

গত ৩১ আগস্ট জেলার দুটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনার ফলাফলে ৬৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ১৭ জন ও ছয়টি শিশু রয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৪৮ জন, শেরপুরের নয়জন, কাহালু ও শাজাহানপুরের তিনজন করে, ধুনট ও সারিয়াকান্দির দুজন করে ও আদমদীঘির একজন রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //