শেরপুরে দুই ভুয়া শিক্ষকের এমপিও আবেদন

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশেদ আলীর বিরুদ্ধে অবৈধভাবে ভুয়া দুই শিক্ষকের এমপিও জন্য আবেদন করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিনিময়ে ওই শিক্ষক তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে গত ৩১ আগস্ট ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল বরাবর প্রমাণাদিসহ লিখিত অভিযোগ দাখিল করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ২ জানুয়ারি শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. মজিবুর রহমান অবসরে যাওয়ার পর ১৯৯৮ সালে নিয়োগপ্রাপ্ত ( ইনডেক্স নং-০১০৪৩৯২০) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে ধর্মীয় শিক্ষক পদে দেখিয়ে সমাজ বিজ্ঞান বিভাগের শূন্যপদ সৃষ্টি করেন। পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময় ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমানের ভাগিনী আফরোজা মুক্তাকে সমাজ বিজ্ঞান বিভাগের ভুয়া শিক্ষক দেখিয়ে এমপিওভুক্তি করার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভুয়া কাগজপত্র প্রেরণ করেছেন।

অপরদিকে ২০০৪ সালে ভুয়া স্মারক বানিয়ে মনগড়া ব্যবসায়িক শিক্ষা শাখা খোলার অফিস আদেশ তৈরী করেন এবং পরিবর্তিতে জনৈক দায়েন উদ্দিন ফকিরকে ২০১৫ সালের ব্যবসায় শাখার সৃষ্ট পদে একই কায়দায় ভুয়া নিয়োগ দেখিয়ে এপিওভুক্ত করার আবেদন করেছেন।

এ বিষয়ে ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ আমিনুল ইসলাম জানায়, অভিযোগ পেয়েছি আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশেদ আলী জানায়, আমি সকল কাগজপত্র সঠিক দেখে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে ময়মনসিংহের ডিডি অফিসে প্রেরণ করেছি। সেখানে কোন ভুয়া কাগজপত্র ধরা পড়লে তাদের এমপিও হবে না। তবে এ প্রতিবেদকরে কাছে প্রধান শিক্ষক উল্লেখিত ওই দুই শিক্ষকের নিবন্ধনের কোন কাগজ এবং শিক্ষক তালিকা দেখাতে পারেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //