৪০ ঘণ্টা পর স্বাভাবিক ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ

প্রায় ৪০ ঘণ্টা পর ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

গতকাল শুক্রবার( ১১ সেপ্টেম্ব) রাত ২টায় ময়মনসিংহের কাউখালীর পিজিসিবির পাওয়ার গ্রিডের পাওয়ার ট্রান্সফরমারে আগুনে পুড়ে যাওয়া সিটি, সার্কিট ব্রেকার এবং ক্যাবল পুনরায়  স্থাপন করলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এ বিষয়ে পিজিসিবির ময়মনসিংহ উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, পিডিবি, ময়মনসিংহের পিজিসিবর কর্মীরা এবং ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে পুড়ে যাওয়া পাওয়ার গ্রিড একটি ওয়ান ট্রান্সফরমারটি সচল করতে সক্ষম হয়। এরপর থেকেই ময়মনসিংহের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবেই চলছে। তাদের এই কাজে এনার্জি প্যাকের বিশেষজ্ঞ টিমের সদস্যরা তাদের কাজে সহায়তা করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিজিসিবি টি-৩ পাওয়ার ট্রান্সফরমারের আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ওই সময়ে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এয়ারপোর্ট থেকে পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি সচল করার কাজ করে যাচ্ছিল পিজিসিবি এবং ঢাকার বিশেষজ্ঞ দল। দফায় দফায় পিজিসিবি পাওয়ার ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ গ্রাহকরা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //