এনআইডি জালিয়াতি করে জমি বিক্রির হোতা মহিবুল গ্রেফতার

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে জমি বিক্রির অন্যতম হোতা মহিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের একটি দোকানের সামনে তাকে গ্রেফতার করা হয়।

মহিবুল ইসলাম পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি এনআইডি জালিয়াতির মাধ্যমে মালিক সেজে প্রায় শত কোটি টাকার জমি বিক্রির ষড়যন্ত্র করে একটি চক্র। এর মধ্যে প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বিক্রিও হয়ে গেছে। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে। পরে এসব সম্পদের প্রকৃত মালিক শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা এমএম ওয়াদুদ কুষ্টিয়া মডেল থানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতার হওয়া মহিবুল এই চক্রের অন্যতম হোতা।  

এর আগে, জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় এক যুবলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। 

তারা হলেন- কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন, শহরের আড়ুয়াপাড়া এলাকার ওয়াদুদ ওরফে মিন্টু খন্দকার, কুমারখালী উপজেলার শালঘর মধুয়ার মিলন হোসেন এবং তার দুই বোন ছোনোয়ারা খাতুন ও জাহানারা খাতুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //