পঞ্চগড়ে করোনায় আদিবাসী বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বারকু হেমব্রম (৭০) নামে এক আদিবাসী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসি এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় হয়ে মোট ১১ জনের মৃত্যু হলো।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান জানান, সপ্তাহব্যাপী সর্দি, কাশি ও জ্বর থাকায় গত ৮ সেপ্টেম্বর বারকু হেমব্রমের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে নমুনা পরীক্ষার জন্য ১১ সেপ্টেম্বর ঢাকায় পাঠানো হয়। রবিবার রাতে পাওয়া ফলাফল করোনা পজেটিভ আসে। তার আগে দুপুরেই বারকুর মৃত্যু ও সন্ধ্যায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, মৃতের পরিবারের সদস্যদের চলাফেরার ওপর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ইতোমধ্যে ৪০২ জন সুস্থ হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //