ধরলার পানি বিপৎসীমার উপরে, কুড়িগ্রামে বন্যার আশঙ্কা

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। ধরলা নদীর পানি বুধবার দুপুরে সেতু পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে ১০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। ভাটিতে পানি কম থাকায় ধরলায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে করে বন্যা পরিস্থিতির সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

এ অবস্থায় তিন দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই চতুর্থ দফায় নদ-নদীর পানি বৃদ্ধির ফলে চিন্তিত হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //