রংপুরে করোনায় আরো ৩ রোগীর মৃত্যু

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরো তিন রোগীর মৃত্যু হয়েছে। 

তারা হলেন- পঞ্চগড়ের শ্যামালেন্দু সাহা (৭০), রংপুর নগরীর মাহফুজা খানম (৫৭) ও সিরাজুল ইসলাম।

রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডা. শাইখুল ইসলাম সুজা গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর নগরীর বাসিন্দা সিরাজুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর, মাহফুজা খানম ৯ সেপ্টেম্বর ও শ্যামলেন্দু সাহা ১৭ সেপ্টেম্বর রংপুর ডেডিকেডেট করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সোমবার শ্যামলেন্দু, রবিবার সিরাজুল ও শনিবার মাহফুজা  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা প্রত্যেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

এদিকে গতকাল রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১২ জন, গাইবান্ধার ছয়জন, কুড়িগ্রামের তিনজন ও লালমনিরহাটের দুইজন রয়েছে।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৭৫১ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৩৬১ জন ও মারা গেছেন ৪৯ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //