তাড়িয়ে দিলো সন্তানরা, বৃদ্ধ মায়ের স্থান হলো নৌকার নিচে

৮৫ বছর বয়সী বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তারই সন্তানরা। গত দেড় বছরেরও বেশি সময় ধরে এ বাড়ি ও বাড়িতে অবস্থানের পর সবশেষ গত ১২ দিন ধরে নৌকার নিচে আশ্রয় নেন ওই বৃদ্ধা।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান কমপ্লেক্সের কাছে সুলতান ঘাটে রাখা নৌকার নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করেন তিনি। স্থানীয়রা যখন যে খাবার দিয়েছেন তাই খেতের তিনি। 

পরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নড়াইল জেলা প্রশাসনের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা এ তথ্য জানিয়েছেন।

বলা হচ্ছে নড়াইল শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী মায়া রাণী কুন্ডুর (৮৫) কথা।

জানা গেছে, মৃত কালিপদের স্ত্রী মায়ার দুই পুত্র সন্তান দেব কুন্ডু (৫০) ও উত্তম কুন্ডু (৪০)। উত্তম কয়েক বছর আগে বিয়ে করে অন্যত্র বসবাস করায় শহরের রূপগঞ্জ বাজারের বাঁধাঘাট এলাকার ব্যবসায়ী দেব কুমার মাকে দেখাশোনা করছিল। গত দেড় বছরের বেশি সময় ধরে দেব তার মায়ের সাথে দুর্ব্যবহার শুরু করে ও মাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় স্থানীয় এক ব্যক্তি অমিত সাহা তাকে কয়েক মাস তার নিজের বাড়িতে রাখেন।

কথা হলে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধা মায়া রাণী কুন্ডু বলেন, দেড় বছরের বেশি সময় ধরে ছেলে ও ছেলের বৌ তাকে খেতে ও থাকতে দেয় না। তার পাঁচ শতকের একটি জায়গা ছিল। সে জায়গা তার সন্তান দেব কুমার বিক্রি করে দিয়েছে। পরে তারা তার সাথে দুর্ব্যবহার করে ও বাড়ি থেকে বের করে দিয়েছে। 

তিনি বলেন, কিছুদিন এখানে ওখানে ছিলাম। এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। এ বাড়ি ও বাড়ি গেলে যা খেতে দেয় তাই খাই।

এ ব্যাপারে দেব বলেন, বৌয়ের সাথে বনিবনা হয় না। আমি কী করবো।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, মায়া রাণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বাড়িতে ফিরিয়ে দিতে ছেলেদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যদি রাজি না হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধার ভরণ-পোষণের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।- ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //