ছুরিকাঘাতে ১৭ লাখ ছিনতাই, বোমা ফাটিয়ে চম্পট

যশোর শহরের জেস টাওয়ারের সামনে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের পর বোমা ফাটিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে যশোর কোতয়ালি মডেল থানার অদূরে এঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত এনামূল যশোর শহরের বকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য আগামনি মোটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামূল সহযোগী ইমনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে জেস টাওয়ারের সামনে ইউসিবিএল ব্যাংকের বুথের সামনে আসেন। এসময় তাদের কাছে থাকা ১৭ লাখ টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে ছিনতাইকারীরা। একপর্যায়ে ছিনতাইকারীরা এনামূলের পেট ও দুই হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এনামূলকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এনামূলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তোহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //