খাগড়াছড়িতে গণধর্ষণ মামলার প্রধান আসামি রিমান্ডে

খাগড়াছড়ির বলপাইয়ে আদমে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি নুরুল আমিনের ২ দিনের রিমান্ড মনজুর করেছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাতের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম আফসার সাতদিনের রিমান্ড আবেদন করে।

আবেদনের প্রেক্ষিতে ডাকাতি ও গণধর্ষণের মামলার প্রধান আসামি নুরুল আমিনের দুইদিনের রিমান্ড মনজুর করে। আগামী পাঁচদিনের মধ্যে রিমান্ড গ্রহণশেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।

গত বুধবার রাতে খাগড়াছড়ির বলপাইয়া গ্রামে ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণ করা হয়। ধর্ষণ মামলায় সাতজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. গোলাম আফসার জানান, বিজ্ঞ আদালতে তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড আবেদনকরেছি। আদালত ডাকাতি ও গণধর্ষণ মামলায় মুল হোতা নুরুল আমিনকে দুইদিনের রিমান্ড মনজুর করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //