নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ আহত ৮

নেত্রকোণার মদন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছে। 

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মদন পৌরসদরের ৩নং ওয়ার্ডের ফচিকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাহিনুর আক্তার (২৭), টিটন মিয়া (২২), লিটন মিয়া (৩৮), হিরা মিয়া (৩২) ও কাজল মিয়া (৪৫), তমা আক্তার (৩০), কামরুল (৪৪) ও শামসু মিয়া (৬৩)। 

আহতদের মধ্যে টিটন, লিটন, হিরা ও তমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসদরের ফচিকা গ্রামের কাজল মিয়ার ধান ক্ষেতে প্রতিবেশী চাচাতো ভাই কাইয়ুম মিয়ার গরু ধান খেয়ে ফেলে। কাজল মিয়া কাইয়ুমকে গুরু আটকে রাখার জন্য বললে এতে কাইয়ুম মিয়া কাজলের প্রতি ক্ষিপ্ত হয়ে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে কাইয়ুম মিয়ার লোকজন কাজল মিয়ার লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মদন থানার ওসি আহম্মদ কবীর হোসেন জানান, পৌর সদরে ফচিকা গ্রামে গরু দিয়ে ধান ক্ষেত খাওয়ানোকে কেন্দ্র করে কাজল মিয়ার লোকজনের সাথে কাইয়ুম মিয়ার লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ করেনি। আসামি ধরার অভিযান অব্যাহত আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //